অবশেষে বাম শাসন থেকে মুক্তি পেল পশ্চিমবঙ্গ। মমতার ভাষায়, “৩৫ বছর পর পশ্চিমবঙ্গ নতুন করে স্বাধীনতা পেল”। জনগণ ঐতিহাসিক রায় দিয়েছে পরিবর্তনের পক্ষে, প্রত্যাবর্তনের বিপক্ষে। “এ বিজয় গণতন্ত্রের; এ বিজয় মা, মাটি, মানুষের”-জানালেন মমতা। উৎসর্গ করলেন এ বিজয়কে রবীন্দ্র-নজরুল, মনিষীদের, উৎসর্গ করলেন সকল মানুষকে। অঙ্গীকার করলেন সুশাসন প্রতিষ্ঠার, দলতন্ত্রের বিপরীতে গণতন্ত্র প্রতিষ্ঠার। অঙ্গীকার করলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার।
পশ্চিমবঙ্গে গণতন্ত্রের এ অগ্রযাত্রায় মাননীয় মমতা বন্দোপাধ্যায়কে বাংলাদেশের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। আশাকরি তার শাসনামলে দুই বাংলার মাঝে সম্মানজনক বন্ধুত্ব সুদৃঢ় হবে এবং দু’দেশের মাঝে পানি সমস্যা, ছিটমহল সমস্যা, সীমান্তে হত্যা-নির্যাতন, শিশু ও নারী পাচার, মাদক ও অস্ত্রচোরাচালানসহ দ্বিপাক্ষিক সমস্যাগুলোর সম্মানজনক সমাধান হবে।