অবশেষে থলের বেড়াল বেড়িয়ে পড়েছে। অতীতের মতো এবারও আওয়ামী লীগ মড়কফুলের মতো পবিত্র তাদের চারিত্রিক মাধুর্য ফুটিয়ে তুলেছে। প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম স্পষ্টতই জানিয়ে দিলেন আলেম সমাজের সাথে আওয়ামী প্রতারণার কথা। বললেন, সম্মিলিত ওলামা পরিষদের দাবী দাওয়া বিবেচনার কোন প্রতিশ্রুতিই তিনি দেন নি। তার এ বক্তব্যে পুরো দেশবাসী হতবাক হয়েছে, ঠিক যেমনটি হয়েছিল গতকাল হরতাল স্থগিতের ঘোষণায় ধর্মপ্রাণ মুসলিম সমাজ। সম্মিলিত ওলামা পরিষদ ধর্মপ্রাণ সাধারণ মানুষের আবেগকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে খৃস্টানদের বড়দিন উদযাপন নির্বিঘ্ন করণে এবং এইচটি ইমাম ও নানকের প্রতিশ্রুতিতে ভরসা করে যেভাবে দেশবাসীকে হতাশ করেছিল, রাত পোহাতেই তার চেয়েও বড় প্রতারণার খবর আল্লাহ তা’লা তাদের শুনিয়ে দিলেন।