এই রিক্সা যাবে?
ডাক দিয়েই আকাঙ্খিত উত্তরটি শুনতে পাই, “না”।
গতকাল রাতে বেশ বৃষ্টি ঝরেছে, এখনো বাতাসে বৃষ্টির গন্ধ ভেসে আছে। আর এমন দিনে রিক্সাওয়ালাদের কাছ থেকে নেতিবাচক উত্তর শোনাটাই স্বাভাবিক নিয়মে দাড়িয়েছে। কিন্তু তাই বলে বার-তের বছরের রিক্সাওয়ালার মুখ থেকে না শব্দটা শুনে কিছুটা হতাশও হয়েছি, এত অল্প বয়সেই বখে যাওয়ার কোন মানে হয় না।
বুড়ো এক রিক্সাওয়ালার দৃষ্টি আকর্ষণ করি এবার। রিক্সাওয়ালা হিসেবে বুড়োরা মোটেই কাজের নয়, দশ মিনিটের পথ পাড়ি দেবে আধা ঘন্টায়, আবার ভাড়া দাবী করবে দ্বিগুণ। তবু আপাতত বুড়োকেই যাবে কি না জিজ্ঞেস করি। বুড়ো কিছুটা আগ্রহ দেখাতেই ছোকরা রিক্সাওয়ালাটা পাশে এসে ‘ওঠেন স্যার’ বলেই এক প্রকার জোড় করে রিক্সায় উঠিয়ে নিল। Continue reading “Tit for Tat”