অবশেষে পাষবিকতার জয় হলো। মানুষ নামের হিংস্র হায়েনাদের বিষ নিঃশ্বাসে ভষ্ম হয়ে পঙ্কিল পৃথিবী থেকে হারিয়ে গেল হালিমা। আজ আর কোন পাষন্ড ছুতে পাবে না তাকে, বিষাক্ত ফনা তোলা গোক্ষুরের মতো পৌরুষ নিয়ে খোরশেদ আলমেরা আর পারবেবা ভুলিয়ে ভালিয়ে কামের আগুনে ঝলসে দিতে।
মৃত্যুর কাছে হার মানতে হলো ১৫ বছর বয়েসী কিশোরী গৃহপরিচারিকা হালিমা খাতুনকে, হার মানতে হলো মনুষত্বের, হার মানতে হলো লাম্পট্যের কাছে ভালবাসার। Continue reading “হালিমারা মানুষ নয়, ক্রীতদাস”
পুলিশ
আমেরিকান, ব্রিটিশ ও বাংলাদেশী তিন বন্ধু গল্প করছে।
ব্রিটিশ: আমাদের দেশের পুলিশ খুবই তৎপর। কোথাও কোন ক্রাইম হলে ৪৮ ঘন্টার মাঝে তারা অপরাধীকে সনাক্ত করতে সক্ষম।
আমেরিকান: এ আর এমন কি। আমাদের দেশের পুলিশ আরো বেশি তৎপর। কোথাও কোন ক্রাইম হলে ২৪ ঘন্টার মাঝে অপরাধীকে চিহ্নিত করতে পারে আমেরিকান পুলিশ।
বাংলাদেশী: আমার দেশের পুলিশের কাছে নিতান্তই শিশু তোমাদের পুলিশ বাহিনী। বাংলাদেশে কোন অপরাধ ঘটার ২৪ ঘন্টা আগেই পুলিশ জানতে পারে একটা ক্রাইম হতে চলেছে। Continue reading “পুলিশ”
শিবিরের তৃতীয় দফা কর্মসূচী উদ্বোধন করলেন শেখ হাসিনা
“Hard training is the best welfare”
প্রশিক্ষণ যদি নিখুঁত হয়, যুদ্ধ জয় অনেকটাই হয় নিশ্চিত। প্রশিক্ষণে প্রশিক্ষণে পাওয়া যায় খাঁদহীন খাঁটি সোনা, পাওয়া যায় পরিশুদ্ধ ইউরেনিয়াম। কঠোর প্রশিক্ষণে লোহা হয় সুতীক্ষ্ণ তলোয়ার, প্রশিক্ষণে নেইকো কোন হার।
হত্যা, সে তো খুব সহজ বিষয়। এটম বোমা মানুষ মারে, কালাশনিকভ মানুষ মারে, তলোয়ার মানুষ মারে, জাপানীরা জানে হাতপাখা দিয়েও কিভাবে ফেলে দেয়া যায় শত্রুর শির। প্রয়োজন শুধু যথাযথ প্রশিক্ষণের, প্রয়োজন শুধু ইস্পাত কঠিন মনোবলের। মনের বল যদি দৃঢ়, শত্রুর ঘাড়ে মোক্ষম কোপ চালাতে কাঁপেনা বীরের বুক। প্রশিক্ষণ যদি হয় দূর্বল, মনের জোর যদি হয় কচুপাতার পানির মতো ঢলায়মান, তবে সে সৈনিকের মৃত্যু অনিবার্য, সে মরণ চরম লাঞ্ছনার। Continue reading “শিবিরের তৃতীয় দফা কর্মসূচী উদ্বোধন করলেন শেখ হাসিনা”