অলৌকিক বিষয়গুলো আমি হুট করে বিশ্বাস করি না, আর তা যদি হয় কোন পীর ফকিরের কেরামতির কথা তাহলে তো কথাই নেই, একশ হাত দূরে থাকি বিশ্বাস থেকে। তাই বলে যে অলৌকিকতাকেই অবিশ্বাস করি আমি তা কিন্তু নয়। যা আমরা স্বাভাবিক ভাবে করতে পারি না তাই যদি কেউ অনায়াসে করে ফেলে তবে তাই তো অলৌকিকতা। আজকের যুগে আমরা যা কল্পনা করতে পারি না যেমন ভবিষ্যতের কোন কিছু যদি কেউ করে দেখায় তবে তাও অলৌকিক ব্যাপার হবে। হাজার বছর পরে তা যখন আবিস্কৃত হবে, সবার হাতে হাতে সে আবিস্কার চলে আসবে তখন নিশ্চয়ই তা আর অলৌকিক থাকবে না। Continue reading “ইচ্ছেপূরণ, কাকতাল নাকি অলৌকিকতা !!”