ইসলামী ব্যাংক ময়মনসিংহ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) সহকারী কর্মকর্তা ইলিয়াস উদ্দিনকে (৩৮) ২১ এপ্রিল সোমবাব রাত সাড়ে ৯টার দিকে শহরের গোলপুকুরপাড় এলাকা থেকে অপহরণ করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে কালো রঙের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে। এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। দেখুনঃ www.jugantor.com/last-page/2014/04/23/91274
গত ৩০ এপ্রিল মানবজমিন “১০ দিনেও খোঁজ মেলেনি ব্যাংক কর্মকর্তা ইলিয়াসের” শিরোনামে সংবাদ পরিবেশিত হয়। দেখুনঃ http://mzamin.com/details.php?mzamin=MjEzMDA=&s=Ng==
এ ঘটনাকে পুঁজি করে প্রতারক চক্র বেশ কিছু টাকাও হাতিয়ে নেয়। ব্যাংকের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ বিভিন্ন উচু মহলে জোর তদবির চালানো হলেও তার হদিস দিতে তারা ব্যর্থ হন।
কিন্তু আমরা আর্শ্চয হয়ে লক্ষ্য করি এর পরেরদিন Continue reading “ইসলামী ব্যাংক কর্মকর্তা ইলিয়াসের অপহরণ প্রমাণ করে গুম খুনে সরকার জড়িত”