এক সাগর ঘামে ভেসে ভেসে খুব ভোরে ঘুম ভেঙ্গে গেল। বৈদ্যুতিক পাখা ঘুরছে না, বিদ্যুৎ নেই। সকাল বেলাই মেজাজটা খারাপ হয়ে গেল। রাতে ঘুমুতে যাওয়ার সময় ও বিদ্যুৎ ছিল না। বৌয়ের হাত পাখার বাতাস খেতে খেতেই ঘুমিয়েছিলাম। কিন্তু এরকম আর কতক্ষণ করা যায়?
বৌকে বললাম দিনে কবার বিদ্যুৎ আসে আর কবার যায় তার একটা চার্ট তৈরী করার জন্য। না, বিদ্যুৎ বিভাগের কোন ক্ষতি করা যাবে না, বা কারো কাছে নালিশ করার জন্যও নয়, শ্রেফ কতটা দুর্ভাগা এ ঝালকাঠীবাসী তা হৃদঙ্গম করার জন্য এর প্রয়োজন। আচ্ছা দেশের অন্য সবাই কেমন আছে? অন্য জেলার বাসিন্দারা? কেমন আছেন আধুনিক রাজধানীবাসীরা?
রাতে ঘরে ফিরতেই বৌ হাতে চার্ট ধরিয়ে দিল। ঘরের শত ব্যস্ততার মাঝেও নিষ্ঠার সাথে চার্ট তৈরী করতে ভোলেনি ও, যতটা না আমার অনুরোধে, তার চেয়ে বেশী বিদ্যুতের বিড়ম্বনায়।
:০৭ এপ্রিল ২০০৯:
—সকালে বিদ্যুত নেই
সকাল ৬:১১ বিদ্যুৎ এসেছে
সকাল ৬:৫৪ বিদ্যুৎ গেল
সকাল ৭:১১ বিদ্যুত এলো
সকাল ৭:২৩ বিদ্যুৎ আবার গেল
সকাল ৭:৩৫ বিদ্যুৎ এসেছে
সকাল ৮:৫০ বিদ্যুৎ গেল
সকাল ৯:৩০ বিদ্যুৎ এলো
সকাল ১১:০০ বিদ্যুৎ গেল
দুপুর ১:৩০ বিদ্যুত এলো
দুপুর ২:০০ বিদ্যুত গেল
দুপুর ৩:৩০ বিদ্যুত এলো
বিকাল ৫:১৫ বিদ্যুত গেল
বিকাল ৬:৪৫ বিদ্যুত এলো
সন্ধ্যা ৭:১১ বিদ্যুত গেল
রাত ৮:৪৫ বিদ্যুত এসেছে
রাত ৯:১০ বিদ্যুত গেল
রাত ১০:১৫ বিদ্যুত এসেছে
রাত ১১:৪৫ বিদ্যুত আবার গেল।
এরপর রাতে আর বিদ্যুত এসেছিল কিনা জানি না কারন এক সাগর ঘামে ভেসে ভেসে খুব ভোরে ঘুম ভেঙ্গে গেল। বৈদ্যুতিক পাখা ঘুরছে না, বিদ্যুৎ নেই। সকাল বেলাই মেজাজটা খারাপ হয়ে গেল…………
ভাই,
আপনার দরকার হলে আমি আপনাকে বিদ্যুত আসা যাওয়া রেকর্ড করার জন্য একটি সফটওয়্যার বানিয়ে দেই।
একুরেট টাইম (সেকেন্ড সহ) ব্লগে দিতে পারবেন।
হা হা হা
[উত্তর দিন]
ধন্যবাদ, মেজাজের টেম্পারেচার রেকর্ড করার একটা সফটওয়ার দেয়া যায় না? কিংবা মেজাজকে বিদ্যুতে কনভার্ট করার কোন সফটওয়ার?
[উত্তর দিন]