শেখ হাসিনা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের মাঝে টেলি সংলাপ গণমাধ্যমে প্রকাশিত হয়ে পড়লে বেশ বিব্রতকর অবস্থায় পড়ে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এমন সংলাপকে ভুয়া হিসেবে উড়িয়ে দেয়ার চেষ্টা করলেও এমনই একটি নাটক মঞ্চায়নে তারাও অনুপ্রাণিত হয় আড়িয়াল বিলের অসন্তোষকে ঘিরে। আড়িয়াল বিল নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া গণ অদ্ভুত্থানে বেদম দৌড়ানি খাওয়া আওয়ামী সরকার অক্ষম আক্রোশে ফুঁসে উঠছে। বিশেষ করে এ ঘটনাটি যদিও সরকার বিরোধী কোন অভ্যুত্থান ছিল না, ছিল সরকারের একটি অযৌক্তিক কর্মসূচীতে বিতশ্রদ্ধ ও বিক্ষুব্ধ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, হিন্দু-মুসলিম সম্মিলিত গণমানুষের গণবিস্ফোরণ, তবু পদে পদে বিপথগামী বর্তমান সরকার তাদের ব্যর্থতা আড়াল করতে এবং বিরোধী দলকে দমন করতে এ ঘটনার সাথে বিরোধী নেতাদের জড়ানোর অশুভ ষড়যন্ত্র করছে। এ জন্য তারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসামী করে মামলাও করেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় এই যে, বিরোধী নেতা-কর্মীদের ফাঁসাতে এবং বিরোধীদলশূন্য একদলীয় বাকশাল কায়েমের জন্য বিরোধী নেতাদের নামে কাল্পনিক টেলি সংলাপের নাটক মঞ্চস্ত করেছে সরকার। ১৯ সেকেন্ডের একটি ভুয়া টেলি সংলাপ, স্পষ্টত বোঝা যায় স্টুডিওতে কাঁচা হাতে তৈরী নাটক। তবুও সরকারের আশা এই যে, সাধারণ মানুষ কাল্পনিক এ রঙ-তামাসাকে হয়তো সত্যি ভেবে নেবে, ঠিক যেমনটি হয়েছিল নির্বাচনের পূর্বে, যখন ১০ টাকা সের চাল খাওয়ানোর রসিকতাকে সাধারণ মানুষ সত্যিকারের প্রতিশ্রুতি ভেবে নৌকায় পাল তুলেছিল।
আসুন এবার এক ঝলক চোখ ফেরাই আড়িয়াল বিল মুক্তি আন্দোলনের দিকে।
আড়িয়াল বিল মুক্তি আন্দোলন, সহিংস বিক্ষোভ
পুলিশের কৌশলগত ভুলের কারণে দারোগার মৃত্যু
গণঅভ্যুত্থানটি ছিল স্বতঃস্ফূর্ত
আড়িয়াল বিল আন্দোলনে একাত্তরের প্রতিচ্ছবি
জনরোষে স্বৈরাচারের নত শির, আড়িয়াল বিল মুক্ত, মিষ্টি বিতরণ
অক্ষম আক্রোশে বেপরোয়া বাকশাল, ডাইনিং টেবিলে নির্যাতন
হাসিনা-হিলারি টেলি ট্রান্সক্রিপ্টের প্রতিশোধ, টেলি সংলাপ নিয়ে নাটক
কি আছে এই টেলি সংলাপে?
[উত্তর দিন]
শাহরিয়ার উত্তর দিয়েছেন:
ফেব্রুয়ারী 3rd, 2011 at 6:33 পূর্বাহ্ন
ভিডিওতে ক্লিক করুন। কল্পিত টেলি-সংলাপটির কিছু অংশ এতে আছে।
[উত্তর দিন]
completely fraud ,,,, its not voice of khandokar delwar….
[উত্তর দিন]
শাহরিয়ার উত্তর দিয়েছেন:
ফেব্রুয়ারী 5th, 2011 at 1:55 পূর্বাহ্ন
সহমত। ইতর শ্রেণীর মানুষের পক্ষেই এ ধরণের মিথ্যে সংলাপ তৈরী করে সম্প্রচার করা সম্ভব।
[উত্তর দিন]
can u tell me from where i can download tele conversation of shk hasina and hillary klinton..thanks
[উত্তর দিন]