শেয়ার বাজারে একদিনে ৬.৭১% সর্বোচ্চ দরপতন, কলমানি সুদের হার ১৯০%, সয়াবিনের লিটার ১১৫ টাকা, ভারতীয় পিয়াজের কেজি ৬০ টাকা……।
শেয়ার বাজার যদি পতন হতে হতে মাটিতেও মিশে যায়, কলমানি সুদের হার বেড়ে বেড়ে যদি আকাশও ফুঁড়ে যায়, চালের কেজি যদি হয় হাজার পাঁচেক দাম ….. তবু দুঃখ করো না বন্ধু, শেখের বেটিতো আছেন ক্ষমতায়!!! আশাবাদী হও দেশবাসী, শুধু দোষ খুঁজিও না, খারাপের দিকে তাকিও না, মুক্তোমালা খঁচিত বুবুর পানে চাও, দুঃখ ভুলে যাও। নীকষ আধারের মাঝে যেমন জোনাক জলে আশার আলো হয়ে, লক্ষ কোটি ব্যর্থতার গ্লানির মাঝেও তেমনি শেখের বেটি হাসিনাও ঝলমল করে জনতার অন্তরে।
দু ‘বেলা না খেলে কি-ই বা আসে যায়, ভাত খেয়ে কি চীরঞ্জীব হওয়া যায়? চীরঞ্জীব শেখ মুজিব। শেখের বেটিই যে আজ ক্ষমতায়!!!