মহামারী আকারে যৌন নির্যাতন ছড়িয়ে পড়ছে বাংলাদেশে। রাষ্ট্রীয়ভাবে প্রতিরোধের নামে শুধু আইন প্রণয়নের তোড়জোড় চলছে, পাল্লাদিয়ে বাড়ছে ইভটিজিং। ইভটিজিংয়ের শিকার হয়ে লেখাপড়া ছেড়ে দেয়া ছাত্রীর সংখ্যাও বাড়ছে সমানে। সামাজিক দায়বদ্ধতা নিয়ে যারা ইভটিজিং প্রতিরোধে এগিয়ে যাচ্ছে তাদের অনেকেই লাঞ্ছনার শিকার হচ্ছেন, প্রাণ হারাচ্ছেন অনেকেই। পাশবিকতার যেন কোন শেষ নেই, সীমা নেই। বিকৃত যৌনতাড়িত যেসব পশুদের থাকার কথা খোয়াড়ে, তারাই অবরুদ্ধ করে রেখেছে গোটা বাংলাদেশ। এর থেকে কি মুক্তি নেই?
without the law of veil, eveteasting never can stop.
[উত্তর দিন]