শুভ নববর্ষ।
মনের যত কথা দ্বিধাহীন চিত্তে প্রকাশের যে অদম্য বাসনা এতোদিন ধরে লালন করেছি, নববর্ষের প্রথম প্রহরেই তা ব্যক্ত করার অবারিত সুযোগটি পেয়ে গেলাম। মহান রাব্বুল আ’লামীনের এ অসীম দয়ায় সিক্ত হয়েছে তাঁর এ বান্দা চোখ। কৃতজ্ঞচিত্তে তাঁকে স্মরণ করছি, ‘আলহামদুলিল্রাহ’।
ব্লগিংয়ের এ সুযোগটি পেয়ে গেলাম যতটা না নিজের আগ্রহে, তার চেয়েও ঢের বেশী সুপ্রিয় আরাফাত রহমানের অক্লান্ত চেষ্টায়। তার জন্য ভালোবাসা।
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। নিজের একটি ডোমেইনে ব্লগিং করার মজাই আলাদা।
ধন্যবাদ।
[উত্তর দিন]
অভিনন্দন।
মাশাআল্লাহ॥ এমন কিছু থাকা সত্যিই ভাললাগার। সুন্দর হয়েছে। আপনার পূর্বের লেখাগুলো সংযোজন করবেন আশা করছি।
[উত্তর দিন]